আজকের সোনার দাম কত? বাংলাদেশে জুয়েলারি সমিতি সোনার দাম
বাংলাদেশে সোনার বর্তমান দাম, ক্রয় ও বিক্রয় মূল্য, কেনাবেচা, বাংলাদেশ জুয়েলার্স সমিতির সর্বশেষ আপডেট। বর্তমানে বাজারমূল্য ঊর্ধ্বগতি। আর এই ঊর্ধ্বগতি বাজারমূল্যে সোনার মূল্য ঊর্ধ্বগতি এগোচ্ছে। মানুষের একমাত্র স্থায়ী সম্পদ হিসেবে গহনা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এবং সেইসাথে বিপদে এই গহনা অনেক কাজে আসে। তাই প্রয়োজন অনুসারে কম বেশী সকল শ্রেণীর মানুষ সোনা ক্রয় করে রাখে। তবে বলে রাখা ভালো যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সোনার দাম এই বছর বৃদ্ধি পেয়েছে। তাই আপনাদের জন্য আমরা আজকের সোনার দাম কত? বাংলাদেশের ১ ভরি সোনার দাম ২০২৩ সম্পর্কিত একটি আর্টিকেল নিয়ে এসেছি।
আপনারা আমাদের এই আর্টিকেল থেকে বর্তমান বাজার মূল্য সোনার দাম কত তা জানতে পারবেন সেইসাথে সোনার মূল্য বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং যারা পুরাতন সোনা বিক্রি করতে চান তারা প্রতি ভরি কত টাকা পাবেন তা জানিয়ে দিব। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য তালিকা জেনে উপকৃত হবেন। তাহলে চলুন এবার আমরা বিস্তারিত তথ্য জেনে নেই।
আজকের সোনার দাম কত ২০২৩
বাংলাদেশের এই প্রথম ইতিহাসের সবচেয়ে বেশি সোনার দাম বৃদ্ধি পেয়েছে। যা সাধারণ মানুষের ক্ষেত্রে হাতের নাগালে এবং যারা প্রতিনিয়ত স্বর্ণ ক্রয় বিক্রয় করে থাকেন তাদের কাছেও এটি একটা বিস্ময়কর বিষয় হয়ে গিয়েছে। কারন এরকম ভাবে কোন বছর সোনার দাম বৃদ্ধি পায়নি। এমন কি করণা মহামারীর সময় সোনার দাম এত পরিমাণে বৃদ্ধি পায়নি।
প্রতি ক্যারেট অনুসারে সোনার মূল্য বৃদ্ধি করা হয়েছে। আপনাদের জন্য আমরা নিম্নে প্রতিকারের অনুসারে সোনার মূল্য তালিকা দিয়ে দিব। যাতে করে আপনারা প্রতিকারের অনুসারে সোনার মূল্য বুঝতে পারেন।
বাংলাদেশে সোনার বর্তমান দাম
সোনার মানুষের জীবনের অন্যতম মূল্যবান সম্পদ। তাই প্রাচীন যুক্তিকে সোনার প্রচলন চলে আসছে বর্তমান পর্যন্ত এবং এর প্রচলন চলমান থাকবেই। কিন্তু বর্তমান দিন দিন স্বর্ণের দাম উর্দু হচ্ছে। সাধারণ মানুষের কাছে আকাশচুম্বী মূল্য।
কিন্তু মানুষ সোনা কেনার জন্য অস্থির হয়ে যায়। কারণ অর্থ সঞ্চয় করার থেকে সোনা কে নিয়ে রাখা মানুষের কাছে অনেক মূল্যবান মনে হয়। বিশ্ব বাজারে স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি বাংলাদেশের স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৪২৯ টাকা।
রোববার (১৫ জানুয়ারি) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।
- ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৩ হাজার ৪২৯ টাকা
- ২১ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৯ হাজার ১৭১ টাকা
- ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৭৬ হাজার ৪৫৮ টাকা
- সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৬৩ হাজার ৩৩৬ টাকা।
ক্যারেট অনুসারে সোনার মূল্য কত
বাংলাদেশের সোনার দাম প্রতি ক্যারোট অনুসারে কত বৃদ্ধি পেয়েছে তার তালিকা নিম্নে জানিয়ে দিচ্ছি-
২২ ক্যারেট সোনার মূল্য প্রতি ভরিতে কত
- ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৩ হাজার ৪২৯ টাকা
২১ ক্যারেট সোনার মূল্য প্রতি ভরিতে কত
- ২১ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৯ হাজার ১৭১ টাকা
১৮ ক্যারেট সোনার মূল্য প্রতি ভরিতে কত
- ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৭৬ হাজার ৪৫৮ টাকা
সনাতন পদ্ধতির সোনার মূল্য প্রতি ভরিতে কত
- সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৬৩ হাজার ৩৩৬ টাকা।
পুরাতন সোনার মূল্য প্রতি ভরিতে কত
যারা পুরাতন স্বর্ণ বিক্রি করতে চান অথবা পুরাতন স্বর্ণ ক্রয় করতে চান তাহলে বর্তমান বাজারমূল্য অনুসারে পুরাতন সোনার মূল্য প্রতি ভরি কত টাকা পাবেন তার একটি তালিকা নিম্নে দেয়া হলো-
বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক নির্ধারিত সোনার মূল্য তালিকা
বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক নির্ধারিত সোনার মূল্য তালিকা নিম্নে দেয়া হল-
ক্যারেট সমূহ | বাংলাদেশি সোনার মূল্য (প্রতি গ্রাম) | সোনার বিবরণ |
২২ ক্যারেট | ৮,০১০ টাকা | Cadmium Hallmarked Gold |
২১ ক্যারেট | ৭,৬৪৫ টাকা | Cadmium Hallmarked Gold |
১৮ ক্যারেট | ৬,৫৫৫ টাকা | Cadmium Hallmarked Gold |
ট্রেডিশনাল অনুসারে সোনা | ৫,৪৬০ টাকা | Cadmium Hallmarked Gold |
সোনার হিসাব কিভাবে করে?
আমরা বেশিরভাগ মানুষই সোনার সঠিক হিসাবটা জানি না তাই নিচে থেকে জেনে নিন সোনার হিসাব কিভাবে করতে হয়?
বাংলাদেশে এ হিসেব ব্যবহার করা হয়-
এক ভরি | ১৬ আনা |
এক ভরি | ৯৬ রতি |
এক আনা | ৬ রতি |
বাহিরে দেশের লোকজন যেভাবে স্বর্ণের আউন্স ভিত্তিক হিসাব করে
এক আউন্স | ২.৪৩০৫ ভরি |
এক আউন্স | ২৮.৩৪৯৫ গ্রাম |
এক ভরি | ০.৪১১৪৩ আউন্স |
এক ভরি | ১১.৬৬৩৮ গ্রাম |
আপনারা যারা আজকের সোনার দাম কত? বাংলাদেশে ১ ভরি সোনার দাম কত? ২০২৩ জানতে চেয়েছেন তারা আশা করছি আমাদের ওয়েবসাইট থেকে জানতে পেরেছেন। আমরা আপনাদেরকে বাংলাদেশের জুয়েলারি সমিতি কর্তৃক যে মূল্য তালিকা দেয়া হয়েছে তা জানিয়ে দিয়েছি। আশা করছি আপনারা এখন যারা সোনা ক্রয় করবেন তাদের জন্য আমাদের আর্টিকেলটি উপকার নিয়ে আসবে। আপনারা যদি বাংলাদেশের সোনার মূল্য এবং অন্যান্য দ্রব্যমূল্য সম্পর্কে জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।