কাতার বিশ্বকাপ ২০২২: কোন দল কোন গ্রুপে খেলবে ও সময়সূচি
ফুটবল এবং ক্রিকেট খেলা সকল বয়সের মানুষের কাছে প্রিয়। এবং ফুটবল বিশ্বকাপ কে নিয়ে ঘিরে আছে নানা ধরনের আয়োজন। তাই এবার ২০২২ কাতার বিশ্বকাপ কোন কোন দল খেলবে তা নিয়ে সকলের মধ্যে উদ্বেগ কাজ করছে। কারণ প্রত্যেক বিশ্বকাপ ফুটবল মানুষের মধ্যে বিনোদনের খোরাক এনে দেয়।
আপনারা যারা কাতার বিশ্বকাপ সম্পর্কে জানার জন্য আমাদের ওয়েবসাইটে চলে এসেছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আপনারা আজ যে বিষয়টি জানতে এসেছেন তা আমাদের এখান থেকে সম্পূর্ণ তথ্য জেনে নিতে পারবেন। তাহলে আমরা আর দেরি না করে এবার জেনে নেই কাতার বিশ্বকাপ সম্পর্কে এবং এর দলগুলো সম্পর্কে সেইসাথে কোন ম্যাচ কখন অনুষ্ঠিত হবে তা জেনে নিতে পারবেন।
২০২২ কাতার বিশ্বকাপ কোন কোন দল খেলবে
ফুটবল বিশ্বকাপ মানে অন্যরকম এক উত্তেজনা। কারণ ফুটবল বিশ্বকাপের মতো খেলোয়াড়দের মধ্যে এত আনন্দ এবং উল্লাস এনে দেয় যা অন্যান্য খেলায় দেখা যায় না। তাই অন্যান্য বারের মতো এবারেও কাতার বিশ্বকাপে কোন কোন দল খেলবে এবং এর বিস্তারিত তথ্য নিয়ে সবাই উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছে। বিশ্বকাপের আয়োজক জানান ২০২২ সালের কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে কাতারের রাজধানী দোহায়। এবং বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র আয়োজন হয়েছে শুক্রবার।
এবারের বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন দেশের ফুটবল কিংবদন্তি এবং তাঁদের মধ্যে ছিলেন ব্রাজিলের কাফু, জার্মানির লুথার ম্যাথুজ এবং অস্ট্রেলিয়ার টিম ক্যাহিলরা। সেই অনুষ্ঠানের কে কোন গ্রুপে খেলবে তা নির্ধারণ করে দেয়া হয়েছে এবং প্রতিটি দলের কতজন এবং কারা প্রতিপক্ষ হিসেবে খেলবে তা সম্পর্কে সকলকে অবগত করা হয়েছে।
তবে স্পেন ও জার্মানির একই গ্রুপে পড়লেও মৃত্যুকূপে মর্যাদা পাচ্ছেন পর্তুগালের এইচ গ্রুপ, যিনি বিশ্বকাপের সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। কিন্তু এই গ্রুপে উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া এবং ঘানার সঙ্গে লড়তে হবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
অন্যদিকে সি গ্রুপে আছেন পোল্যান্ড ও মেক্সিকোর প্রতিপক্ষ আর্জেন্টিনার মেসি। এবং নেইমারের সাথে লড়বে সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুন।
কাতার বিশ্বকাপ গ্রুপ কয়টি এবং কি কি
কাতার বিশ্বকাপ ২০২২ এর মোট সংখ্যা ৮টি। এবং এই গ্রুপ গুলোর মধ্যে কোন কোন দেশ অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো আমরা আপনাদের সুবিধার জন্য একটি টেবিলের মাধ্যমে উপস্থাপন করছি। তবে অন্যান্য বারের মতো এবারের দলগুলোর অনেক শক্তিশালী এবং এবারের খেলা অনেক উত্তেজনা এবং চ্যালেঞ্জিং হবে বলে ধারণা করা যাচ্ছে।
গ্রুপের নাম | দেশসমূহ |
এ – গ্রুপ | কাতার, নেদারল্যান্ড, সেনেগাল, ইকুয়েডর |
বি – গ্রুপ | যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইরান, ওয়েলস/ স্কটল্যান্ড/ ইউক্রেন ( ইউরো প্লে- অফ) |
সি – গ্রুপ | মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব, আর্জেন্টিনা |
ডি – গ্রুপ | ডেনমার্ক, পেরু/ অস্ট্রেলিয়ার/ সংযুক্ত আরব আমিরাত ( প্লে- অফ 1), ফ্রান্স, তিউনিসিয়া |
ই – গ্রুপ | জাপান, স্পেন, জার্মানি, কোস্টারিকা/ নিউজিল্যান্ড ( প্লে- অফ 2) |
এফ – গ্রুপ | ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা, বেলজিয়াম |
জি – গ্রুপ | সুইজারল্যান্ড, সার্বিয়ার, ক্যামেরুন, ব্রাজিল |
এইচ – গ্রুপ | উরুগুয়ে. পর্তুগাল. ঘানা, দক্ষিণ কোরিয়া |
২০২২ কাতার বিশ্বকাপ এর ম্যাচ সমূহ (বাংলাদেশ সময় অনুসারে)
বাংলাদেশ সময় অনুসারে ২০২২ কাতার বিশ্বকাপের ম্যাচ সমূহ কোন কোন দল এবং কোন সময় অনুষ্ঠিত হবে তা আমরা আপনাদের সামনে একটি টেবিল এর মাধ্যমে উপস্থাপন করছি।
তারিখ | বার | গ্রুপের নাম | ম্যাচ সমূহ | সময় |
২১/১১/২০২২ | সোমবার | এ – গ্রুপ | কাতার বনাম ইকুয়েডর | বিকেল ৪টা |
২১/১১/২০২২ | সোমবার | এ – গ্রুপ | সেনেগাল বনাম নেদারল্যান্ড | রাত ১০টা |
২১/১১/২০২২ | সোমবার | বি – গ্রুপ | ইংল্যান্ড বনাম ইরান | সন্ধ্যা ৭টা |
২১/১১/২০২২ | সোমবার | বি – গ্রুপ | যুক্তরাষ্ট্র বনাম স্কটল্যান্ড/ ওয়েলস/ ইউক্রেন | রাত ১টা |
২২/১১/২০২২ | মঙ্গলবার | সি – গ্রুপ | আর্জেন্টিনা বনাম সৌদি আরব | রাত ১টা |
২২/১১/২০২২ | মঙ্গলবার | সি – গ্রুপ | মেক্সিকো বনাম পোল্যান্ড | রাত ১০টা |
২২/১১/২০২২ | মঙ্গলবার | ডি – গ্রুপ | ফ্রান্স বনাম সংযুক্ত আরব আমিরাত/ অস্ট্রেলিয়া/ পেরু | সন্ধ্যা ৪টা |
২২/১১/২০২২ | মঙ্গলবার | ডি – গ্রুপ | ডেনমার্ক বনাম তিউনিসিয়া | বিকেল ৪টা |
২৩/১১/২০২২ | বুধবার | ই – গ্রুপ | স্পেন বনাম কোস্টারিকা/ নিউজিল্যান্ড | বিকেল ৪টা |
২৩/১১/২০২২ | বুধবার | ই – গ্রুপ | জার্মানি বনাম জাপান | রাত ১০টা |
২৩/১১/২০২২ | বুধবার | এফ – গ্রুপ | বেলজিয়াম বনাম কানাডা | সন্ধ্যা ৭টা |
২৩/১১/২০২২ | বুধবার | এফ – গ্রুপ | মরক্কো বনাম ক্রোয়েশিয়া | রাত ১টা |
২৪/১১/২০২২ | বৃহস্পতিবার | জি – গ্রুপ | ব্রাজিল বনাম সার্বিয়া | রাত ১টা |
২৪/১১/২০২২ | বৃহস্পতিবার | জি – গ্রুপ | সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন | রাত ১০টা |
২৪/১১/২০২২ | বৃহস্পতিবার | এইচ – গ্রুপ | পর্তুগাল বনাম ঘানা | সন্ধ্যা ৭টা |
২৪/১১/২০২২ | বৃহস্পতিবার | এইচ – গ্রুপ | উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া | বিকেল ৪টা |
২৫/১১/২০২২ | শুক্রবার | এ – গ্রুপ | কাতার বনাম সেনেগাল | সন্ধ্যা ৭টা |
২৫/১১/২০২২ | শুক্রবার | এ – গ্রুপ | নেদারল্যান্ড বনাম ইকুয়েডর | রাত ১টা |
২৫/১১/২০২২ | শুক্রবার | বি – গ্রুপ | ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র | বিকেল ৪টা |
২৫/১১/২০২২ | শুক্রবার | বি – গ্রুপ | ইরান বনাম স্কটল্যান্ড/ ওয়েলস/ ইউক্রেন | রাত ১০টা |
২৬/১১/২০২২ | শনিবার | সি – গ্রুপ | আর্জেন্টিনা বনাম মেক্সিকো | সন্ধ্যা ৭টা |
২৬/১১/২০২২ | শনিবার | সি – গ্রুপ | ইংল্যান্ড বনাম সৌদি আরব | বিকেল ৪টা |
২৬/১১/২০২২ | শনিবার | ডি – গ্রুপ | ফ্রান্স বনাম ডেনমার্ক | রাত ১টা |
২৬/১১/২০২২ | শনিবার | ডি – গ্রুপ | তিউনিশিয়া বনাম সংযুক্ত আরব আমিরাত/ অস্ট্রেলিয়া/ পেরু | রাত ১০টা |
২৭/১১/২০২২ | রবিবার | ই – গ্রুপ | স্পেন বনাম জার্মানি | সন্ধ্যা ৭টা |
২৭/১১/২০২২ | রবিবার | ই – গ্রুপ | জাপান বনাম কোস্টারিকা/ নিউজিল্যান্ড | রাত ১টা |
২৭/১১/২০২২ | রবিবার | এফ – গ্রুপ | বেলজিয়াম বনাম মরক্কো | বিকেল ৪টা |
২৭/১১/২০২২ | রবিবার | এফ – গ্রুপ | ক্রোয়েশিয়া বনাম কানাডা | রাত ১০টা |
২৮/১১/২০২২ | সোমবার | জি – গ্রুপ | ব্রাজিল বনাম সুইজারল্যান্ড | বিকেল ৪টা |
২৮/১১/২০২২ | সোমবার | জি – গ্রুপ | ক্যামেরুন বনাম সার্বিয়া | রাত ১০টা |
২৮/১১/২০২২ | সোমবার | এইচ – গ্রুপ | পর্তুগাল বনাম উরুগুয়ে | রাত ১টা |
২৮/১১/২০২২ | সোমবার | এইচ – গ্রুপ | দক্ষিণ কোরিয়া বনাম ঘানা | সন্ধ্যা ৭টা |
২৯/১১/২০২২ | মঙ্গলবার | এ – গ্রুপ | নেদারল্যান্ড বনাম কাতার | বিকেল ৪টা |
২৯/১১/২০২২ | মঙ্গলবার | এ – গ্রুপ | ইকুয়েডর বনাম সেনেগাল | রাত ১০টা |
২৯/১১/২০২২ | মঙ্গলবার | বি – গ্রুপ | স্কটল্যান্ড/ ওয়েলস/ ইউক্রেন বনাম ইংল্যান্ড | সন্ধ্যা ৭টা |
২৯/১১/২০২২ | মঙ্গলবার | বি – গ্রুপ | যুক্তরাষ্ট্র বনাম ইরান | রাত ১০টা |
৩০/১১/২০২২ | বুধবার | সি – গ্রুপ | পোল্যান্ড বনাম আর্জেন্টিনা | রাত ১টা |
৩০/১১/২০২২ | বুধবার | সি – গ্রুপ | সৌদি আরব বনাম মেক্সিকো | সন্ধ্যা ৭টা |
৩০/১১/২০২২ | বুধবার | ডি – গ্রুপ | তিউনিশিয়া বনাম ফ্রান্স | বিকেল ৪টা |
৩০/১১/২০২২ | বুধবার | ডি – গ্রুপ | সংযুক্ত আরব আমিরাত/ অস্ট্রেলিয়া/ পেরু বনাম ডেনমার্ক | রাত ১০টা |
০১/১২/২০২২ | বৃহস্পতিবার | ই – গ্রুপ | জাপান বনাম স্পেন | বিকেল ৪টা |
০১/১২/২০২২ | বৃহস্পতিবার | ই – গ্রুপ | কোস্টারিকা/ নিউজিল্যান্ড বনাম জার্মানি | রাত ১০টা |
০১/১২/২০২২ | বৃহস্পতিবার | এফ – গ্রুপ | ক্রোয়েশিয়া বনাম বেলজিয়াম | সন্ধ্যা ৭টা |
০১/১২/২০২২ | বৃহস্পতিবার | এফ – গ্রুপ | কানাডা বনাম মরক্কো | রাত ১টা |
০২/১২/২০২২ | শুক্রবার | জি – গ্রুপ | ক্যামেরুন বনাম ব্রাজিল | রাত ১টা |
০২/১২/২০২২ | শুক্রবার | জি – গ্রুপ | সার্বিয়া বনাম সুইজারল্যান্ড | সন্ধ্যা ৭টা |
০২/১২/২০২২ | শুক্রবার | এইচ – গ্রুপ | দক্ষিণ কোরিয়া বনাম পর্তুগাল | বিকেল ৪টা |
০২/১২/২০২২ | শুক্রবার | এইচ – গ্রুপ | ঘানা বনাম উরুগুয়ে | রাত ১০টা |
শেষ ষোলো | ||
তারিখ | সময় | গ্রুপ |
০৩/১২/২০২২ | রাত ৯টা | এ১ গ্রুপ – বি২ গ্রুপ |
০৩/১২/২০২২ | রাত ১টা | সি১ গ্রুপ – ডি২ গ্রুপ |
০৪/১২/২০২২ | রাত ৯টা | ডি১ গ্রুপ – সি২ গ্রুপ |
০৪/১২/২০২২ | রাত ১টা | বি১ গ্রুপ – এ২ গ্রুপ |
০৫/১২/২০২২ | রাত ৯টা | ই১ গ্রুপ – এফ২ গ্রুপ |
০৫/১২/২০২২ | রাত ১টা | জি১ গ্রুপ – এইচ২ গ্রুপ |
০৬/১২/২০২২ | রাত ৯টা | এফ১ গ্রুপ -ই২ গ্রুপ |
০৬/১২/২০২২ | রাত ১টা | এইচ১ গ্রুপ – জি২ গ্রুপ |
কোয়ার্টার ফাইনাল | ||
তারিখ | সময় | গ্রুপ |
০৯/১২/২০২২ | রাত ৯টা | ই১ গ্রুপ – এফ২ গ্রুপ বনাম জি১ গ্রুপ – এইচ২ গ্রুপ |
০৯/১২/২০২২ | রাত ১টা | এ১ গ্রুপ – বি২ গ্রুপ বনাম সি১ গ্রুপ – ডি২ গ্রুপ |
১০/১২/২০২২ | রাত ৯টা | এফ১ গ্রুপ -ই২ গ্রুপ বনাম এইচ১ গ্রুপ – জি২ গ্রুপ |
১০/১২/২০২২ | রাত ১টা | বি১ গ্রুপ – এ২ গ্রুপ বনাম ডি১ গ্রুপ – সি২ গ্রুপ |
সেমি ফাইনাল | ||
তারিখ | সময় | গ্রুপ |
১৩/১২/২০২২ | রাত ১টা | ০৯/১২/২০২২ তারিখে বিজয়ী দল |
১৪/১২/২০২২ | রাত ১টা | ১০/১২/২০২২ তারিখে বিজয়ী দল |
তৃতীয় স্থান | ||
তারিখ | সময় | গ্রুপ |
১৭/১২/২০২২ | রাত ৯টা | দুই সেমিফাইনাল পরাজিত দল |
ফাইনাল | ||
তারিখ | সময় | গ্রুপ |
১৮/১২/২০২২ | রাত ৯টা | দুই সেমিফাইনাল বিজয়ী দল |
আপনারা যারা ২০২২ কাতার বিশ্বকাপ কোন কোন দল খেলবে তা জানতে চেয়েছেন তাদের জন্য আমরা এই আর্টিকেলটি নিয়ে এসেছি। আশা করছি আপনারা আমাদের এই আর্টিকেল থেকে কাতার বিশ্বকাপের দল গুলো সম্পর্কে ধারনা পাবেন এবং কবে কোন ম্যাচ অনুষ্ঠিত হবে তা জানতে পেরেছেন এবং উপকৃত হতে পেরেছেন। আপনারা যদি খেলা সম্পর্কিত আরো অন্যান্য তথ্য জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।