ট্রাভেল

ঢাকা টু কলকাতা ট্রেনের সময়সূচি ২০২২ ও টিকেটের মূল্য

ইংরেজদের আমল থেকে ঢাকা হতে কলকাতা ট্রেনের যাতায়াত ব্যবস্থার অন্যতম মাধ্যম ছিল ট্রেন। যখন ভারত বর্ষ ভাগ হয়ে ভারত তৈরি হয় তখন বিভিন্ন কারণে ট্রেনের ব্যবহার অনেকটা কমে যায় এবং এর প্রভাব বর্তমান পর্যন্ত এখনো কিছুটা রয়েছে। কিন্তু বর্তমান সময়ে বিমানের মাধ্যমে ভারত যাতায়াত করা বেশি হলেও বাস এবং ট্রেনের ব্যবহার সমানতালে এগিয়ে যাচ্ছে। এছাড়া বিমানের তুলনায় ট্রেনের খরচ অনেক কম হয় বলে যাত্রীরা ঢাকা হতে কলকাতা ট্রেনে যাতায়াত করতে চান। তাই আমরা আপনাদের জন্য ঢাকা টু কলকাতা ট্রেনের সময়সূচী ২০২২, টিকেটের মূল্য ও বন্ধের দিন জানাতে এসেছি।

আপনারা যারা ঢাকা টু কলকাতা যাতায়াত করতে চাইছেন তারা অবশ্যই ট্রেনে ভ্রমণ করার সময় ট্রেনের সময়সূচী এবং টিকিটের মূল্য জানতে চান তাই আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এসেছি। আপনারা যদি আমাদের সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন তাহলে অবশ্যই ঢাকা টু কলকাতা যাওয়ার ট্রেনের সকল খুঁটিনাটি বিস্তারিত বিষয় জানতে পারবেন। চলুন তাহলে এবার জেনে নেই ঢাকা টু কলকাতা ট্রেনে যাতায়াত করার বিষয়গুলো সম্পর্কে।

ঢাকা টু কলকাতা ট্রেনের সময়সূচী ২০২২

যে সকল যাত্রীরা ঢাকা হতে কলকাতায় যেতে চান তাদের অবশ্যই ঢাকা টু কলকাতা যাওয়ার জন্য ট্রেনের সময়সূচী জেনে নিতে হয় নতুবা তারা কোন এক্সপ্রেস কখন স্টেশন হতে ছেড়ে যাবে তা সম্পর্কে জানা না গেলে যাত্রা পথে অনেক ব্যাঘাত হতে পারে। তাই যেসকল ব্যক্তিবর্গ ঢাকা টু কলকাতা যেতে চাইছেন ট্রেনের মাধ্যমে তাদের জন্য আমরা ঢাকা টু কলকাতা ট্রেনের সময়সূচী নিম্নে তুলে ধরছি-

মৈত্রী এক্সপ্রেস

ঢাকা টু কলকাতা যাওয়ার জন্য মৈত্রী এক্সপ্রেস হচ্ছে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন যাত্রীবাহী ট্রেন। বাংলাদেশের রাজধানী ঢাকা হতে ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় যাতায়াত করে থাকে। ঢাকা টু কলকাতা সপ্তাহে চার দিন যাতায়াত করে এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন হতে সকাল ৮ঃ১৫ মিনিটে ছেড়ে যায় এবং কোলকাতার চিতপুর স্টেশন এ গিয়ে পৌঁছায় বিকাল ৪:০০ টায়।

ঠিক তেমন করে মৈত্রী এক্সপ্রেস কলকাতা হতে ঢাকা আসে সপ্তাহে চার দিন এবং সেই এক্সপ্রেস টি কোলকাতার চিতপুর স্টেশন হতে সকাল ৭ঃ১০ মিনিট ছেড়ে যায় এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে এসে পৌঁছায় বিকেল ৪ঃ০৫ মিনিটে।

মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সময়সূচি 

  • মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা সপ্তাহে ৪ দিন যায় বুধবার, শুক্রবার, শনিবার এবং রবিবার। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সকাল সোয়া ৮টায় ছেড়ে কলকাতা চিতপুর স্টেশনে পৌঁছায় বিকেল ৪টায়।
  • কলকাতা থেকে ঢাকা আসে সপ্তাহে ৪ দিন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার। কলকাতার চিতপুর স্টেশন থেকে ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে আর ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায় বিকাল ৪টা ০৫ মিনিটে।

বন্ধন এক্সপ্রেস

ঢাকা টু কলকাতা যাওয়ার জন্য অন্যতম আরো একটি আন্তর্জাতিক মানসম্পন্ন যাত্রীবাহী ট্রেন হচ্ছে বন্ধন এক্সপ্রেস। এক্সপ্রেস বাংলাদেশের খুলনা শহর হতে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা এ নিয়মিত যাতায়াত করে থাকে। আর এই এক্সপ্রেসটি সকাল ৭ঃ১০ মিনিটে কলকাতার চিতপুর হতে খুলনা শহরে পৌঁছায় দুপুর ১২ঃ৩০ মিনিট। মূলত কলকাতা হতে খুলনা পৌঁছতে বন্ধন এক্সপ্রেস এর সময় লাগে মাত্র পাঁচ ঘন্টা। আর ঠিক এভাবে খুলনা হতে সন্ধ্যা ৬ঃ১০ মিনিটে কলকাতার উদ্দেশ্যে বন্ধন এক্সপ্রেস রওনা হয়।

ন্ধন এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ২০২২

  • খুলনা-কলকাতা
    # খুলনা ছাড়বে : দুপুর ১৩:২০টা
    # বেনাপোল পৌঁছাবে : ১৪:৫০ টা, ছাড়বে ১৫:৫৫ টা
    # পেট্রাপোল পৌঁছাবে : ১৬:১০ টা, ছাড়বে ১৬:২০ টা
    #. কলকাতা পৌঁছাবে : ১৮:১০ টা
  • কলকাতা-খুলনা
    # কলকাতা ছাড়বে : সকাল ৭:১০ টা
    # পেট্রাপোল পৌঁছাবে : সকাল ০৮:৫৫ টা, ছাড়বে ০৯:০৫
    # বেনাপোল পৌঁছাবে : সকাল ৯:২০ টা, ছাড়বে ১০:২৫ টা
    # খুলনা পৌঁছাবে : দুপুর ১২:০০ টা

ঢাকা টু কলকাতা ট্রেনের ভাড়া তালিকা

ঢাকা টু কলকাতা ট্রেনের টিকিট মূল্য অথবা ঢাকা টু কলকাতা ট্রেনের ভাড়া আপনারা যারা জানতে চেয়েছেন তাদের জন্য নিম্নের যে দুটি ট্রেন এক্সপ্রেস রয়েছে দুটি ট্রেন এক্সপ্রেস ভাড়ার তালিকা নিম্নে দেয়া হল- মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস

টিকিটের ধরন মৈত্রী এক্সপ্রেস আদায়যোগ্য ভাড়া বন্ধন এক্সপ্রেস আদায়যোগ্য ভাড়া
এসি সিট ২৫০০ টাকা ২০০০ টাকা
এসি কেবিন .৩৪০০ টাকা
নন এসি সিট .৩৪০০ টাকা ১৫০০ টাকা

ঢাকা টু কলকাতা ট্রেনের বন্ধের দিন

ঢাকা টু কলকাতা ট্রেনের যাতায়াত করার ক্ষেত্রে অবশ্যই সকল যাত্রীদের পূর্ব থেকে জেনে নিতে হয় ঢাকা টু কলকাতা ট্রেনের বন্ধের দিন সম্পর্কে। যে সকল দিনগুলোতে ট্রেন চলাচল বন্ধ থাকে সেগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। নতুবা আমাদের শ্রম এবং সময় দুটি নষ্ট হয়ে যাবে। তবে ঢাকা টু কলকাতা যাতায়াতের জন্য মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস সপ্তাহে চারদিন যাতায়াত করে এবং সেটি ঢাকা টু কলকাতার উদ্দেশ্যে এবং কলকাতা টু ঢাকা উদ্দেশ্যে। তাই আপনারা যারা সেইসব দিনগুলো সম্পর্কে জানতে পারেন তার জন্য নিম্নের তালিকা দেয়া হলো-

ঢাকা টু কলকাতা কলকাতা টু ঢাকা
শনিবার, রবিবার, বুধবার, শুক্রবার শনিবার, সোমবার, মঙ্গলবার, শুক্রবার

ঢাকা টু কলকাতা ট্রেনের রুট ম্যাপ

ঢাকা টু কলকাতা যাতায়াতের জন্য যখন ট্রেন ব্যবহার করা হয় তখন এই যাতায়াত পথ অনেক দীর্ঘ হয়ে যায়। তাই অবশ্যই সকলের মধ্যে ঢাকা টু কলকাতা রুটে দূরত্ব জানার আগ্রহ সৃষ্টি হয়। তাই আজ আমরা আপনাদেরকে ঢাকা টু কলকাতা ট্রেনের রুট ম্যাপ সম্পর্কে জানাবো এবং আপনাদের সামনে একটি গুগল ম্যাপের মাধ্যমে জানিয়ে দিব যে ঢাকা টু কলকাতা রুট কেমন হতে পারে। আর ঢাকা টু কলকাতা ট্রেনের দূরত্ব হচ্ছে ৩২৭ কিলোমিটার।

ঢাকা টু কলকাতা ট্রেনের টিকেট অনলাইনে কেনার নিয়ম

বর্তমানে সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে তাই ঢাকা টু কলকাতা যারা যাতায়াত করছেন তারা অবশ্যই জানেন যে অনলাইনের মাধ্যমে ঢাকা টু কলকাতা টিকিট ক্রয় করা যায়। আর আপনারা যারা ঢাকা টু কলকাতা যাওয়ার জন্য অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করতে চাইছেন তাদের জন্য আমরা অবশ্যই অনলাইনের মাধ্যমে কিভাবে টিকিট ক্রয় করতে হয় সে সম্পর্কে আপনাদেরকে জানাবো।

  • সবার প্রথমে আপনাদেরকে বাংলাদেশ রেলওয়ে এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  •  ওয়েব সাইটে সাইন আপ করে নিতে হবে।
  • নাম, ইমেইল এড্রেস, ঠিকানা, পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী ধাপের জন্য নিবন্ধন বাটনে ক্লিক করতে হবে।
  • আপনার ইমেইলে একটি মেইল করা হবে এবং সেখানে ভেরিফিকেশন চাওয়া হবে সে ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
  • এরপর আপনারা যে ওয়েবপেইজে থাকবেন সেই ওয়েবপেজে ভ্রমণের বিবরণ দেখা যাবে সেখান থেকে আপনার প্রয়োজনীয় এবং চাহিদা কে কেন্দ্র করে ট্রেনের টিকিট ক্রয় করতে পারেন।
  • ট্রেনের টিকিট ক্রয় করা নিশ্চিত করার জন্য আপনাদের অবশ্যই অনলাইন ব্যাংকিং অথবা ব্যাংকিং যে কোন সেবার মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে এবং সেই টিকিটের পিডিএফ কপি সংগ্রহ করে নিজেদের কাছে ফটোকপি করে রেখে দিতে হবে এবং যেদিন আপনি ভ্রমণ করতে চাইছেন সেদিন অবশেষে টিকিয়ে রাখতে হবে।

আপনারা যারা ঢাকা টু কলকাতা যাতায়াত করার জন্য ঢাকা টু কলকাতা ট্রেনের সময়সূচী ২০২২, টিকেটের মূল্য ও বন্ধের দিন জানতে চেয়েছেন তারা অবশ্যই আমাদের এই আর্টিকেলের মাধ্যমে জানতে পেরেছেন। আমরা আশা করছি আমাদের এই আর্টিকেল থেকে ঢাকা টু কলকাতা ট্রেন এর বিস্তারিত তথ্য জেনে উপকৃত হয়েছেন। তবে আপনারা যদি এ সম্পর্কিত কোন বিষয়ে জানতে চান অথবা আপনাদের টিকিট ক্রয়ের সময় কোন সমস্যা দেখা দিয়েছে সে ক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button