টিপস

সকল সিমের প্রয়োজনীয় কোড নাম্বার ২০২২ – সকল সিমের কোড

বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহারের অনলাইনে যোগাযোগ ব্যবস্থা এতটাই সহজ হয়েছে যে হাতের মুঠোয় শুধুমাত্র একটি মুঠোফোনের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে একজন আরেকজনের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারছে। আর এই যোগাযোগ রক্ষার খাতিরে বিনোদন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজকে আরও মানুষের কাছে সহজ করে দিয়েছে। তবে শুধুমাত্র যে মোবাইলের মাধ্যমে এটি সম্ভব তা কিন্তু নয়। এটি সম্ভব হয় মোবাইলে ব্যবহৃত সিম কার্ডের মাধ্যমে। তাই আপনারা যারা সকল সিমের প্রয়োজনীয় কোড নাম্বার ২০২২ জানতে চেয়েছেন তাদের জন্য আমাদের আজকের আর্টিকেলটি উৎসর্গ করছি।

প্রত্যেকদিন আমরা আমাদের মোবাইল ফোনের সিম সমূহের ব্যালেন্স, ইন্টারনেট অফার, মিনিট অফার সহ নানা ধরনের বিভিন্ন খবরা-খবর রাখার প্রয়োজন হয়। আর তার জন্য প্রয়োজন হয় সেই সকল সিমের প্রয়োজনীয় কোড নম্বর। তাই আজ আমরা আপনাদের জন্য সকল সিমের প্রয়োজনীয় কোড নম্বর গুলো নিয়ে হাজির হয়েছি। তাহলে এবার চলুন জেনে নেই সকল সিমের প্রয়োজনীয় কোড নম্বর সমূহ যাতে করে আমরা প্রয়োজনীয় সময় এ ধরনের কোড নম্বর ব্যবহার করে আমরা আমাদের সঠিক তথ্যটি পেতে পারি।

সকল সিমের প্রয়োজনীয় কোড নম্বর

আমরা সকলেই জানি যে বাংলাদেশের শীর্ষস্থানীয় পাঁচটি মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে। আর সকল সিম অপারেটর কোম্পানিগুলো তাদের নিজস্ব কোড নম্বর তৈরি করে থাকেন। এই সকল কোড নম্বর ধারা সিম গুলোর প্রয়োজনীয় অফার সমূহ জানা যায়। কিন্তু আমাদের সকলের এ ধরনের সিম ব্যবহার করার ফলে সব কোড মনে রাখা বা মুখস্থ করা সম্ভব নয়। তাই আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের এই সকল সিমের প্রয়োজনীয় কোড নম্বর সমূহ জানার জন্য বিভিন্ন উপায় খুঁজে বেড়াই।

আমরা আপনাদের প্রয়োজনীয়তা এবং চাহিদার কথা চিন্তা করে আপনাদের জন্য আমাদের ওয়েবসাইটে সকল সিমের প্রয়োজনীয় কোড নম্বর সমূহ নিয়ে হাজির হয়েছে। আপনারা বাংলাদেশের মোট পাঁচটি মোবাইল অপারেটরগুলোর মধ্যে যেকোনো একটি যদি ব্যবহার করে থাকেন তাহলে আমাদের এখানে দেয়া সেই সিমের প্রয়োজনীয় কোড নম্বর জেনে নিতে পারবেন।

সকল সিমের ( রবি, এয়ারটেল, গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক ) কোড এর তালিকায় আজকে আমরা যা যা শিখবো তার একটা সংক্ষিপ্ত লিস্ট দেওয়া হলো-

  • সকল সিমের নিজ নাম্বার দেখার/চেক দেওয়া কোড
  • সকল সিমের মিনিট অফার এবং মিনিট চেক দেওয়ার কোড
  • সকল সিমের ইন্টারনেট অফার এবং ডাটা চেক দেওয়ার কোড
  • সকল সিমের ব্যালেন্স দেখার কোড নাম্বার
  • সকল সিমের মিসডকল এলার্ট বন্ধ এবং চালূ করার কোড
  • সকল সিমের ইন্টারনেট সেটিংস কোড
  • রিকোয়েস্ট কল কোড
  • এড FNF এবং MMS দেখার কোড সহ আরো অনেক রকম প্রয়োজনীয় সিমের কোড এর তালিকা দেখানো হবে।

গ্রামীনফোন সিমের প্রয়োজনীয় কোড তালিকা

বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর কোম্পানি হচ্ছে গ্রামীণফোন। বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর কোম্পানি পরিচিতি লাভ করার পূর্বে এর অন্যতম একটি পরিচিত হচ্ছে গ্রামীণফোন বাংলাদেশের সর্বপ্রথম একটি মোবাইল অপারেটর কোম্পানি। যেখানে তারা নিরলসভাবে তাদের গ্রাহকদের আকর্ষণীয় সেবার মাধ্যমে গ্রাহকরা সন্তুষ্টি অর্জন করতে ভূমিকা পালন করে আসছে। বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা প্রায় ৭ কোটি ৬৮ লক্ষ।

তবে বাংলাদেশের প্রতিটি জেলায় গ্রামীণফোন তার নেটওয়ার্কিং ব্যবস্থা বিস্তৃতি করে রেখেছে। গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যবস্থা এতটাই সুবিধাজনক যে গ্রামীণফোন সকল গ্রাহকের কাছে জনপ্রিয়তা আকাশচুম্বী হয়ে গিয়েছে। তবে এক হিসাব থেকে জানা যায় যে বর্তমানে যতগুলো মোবাইল অপারেটর কোম্পানি রয়েছে তাদের মধ্যে থেকে অর্ধেকের বেশি ব্যবহারকারী হচ্ছে গ্রামীণফোন। তাছাড়া গ্রামীণফোন এ বিশাল সুনাম অর্জন করতে পেরেছে তাদের লোভনীয় সার্ভিস এর কারণে, আর এই ধরনের লোভনীয় সার্ভিস গুলো গ্রহন করার জন্য অবশ্যই গ্রামীণফোন সিমের প্রয়োজনীয় কোড জানা প্রয়োজন। তাহার জন্য আমরা আপনাদের সামনে গ্রামীণফোন সিমের প্রয়োজনীয় কোড তালিকা তুলে ধরছি।

বিবরণ গ্রামীণফোন সিমের কোড নম্বর
গ্রামীণফোন সিমের নিজ নম্বর দেখার জন্য *2#
গ্রামীনফোন সিমের ব্যালেন্স দেখার জন্য *566#
গ্রামীণফোন সিমের ইন্টারনেট অফার ডাটা  বা এমবি দেখার জন্য *121*4#
গ্রামীণফোন সিমের এসএমএস দেখার জন্য *121*1*2#
গ্রামীণফোন সিমের মিনিট দেখার জন্য *121*1*2#
গ্রামীণফোন সিমের ইন্টারনেট এবং মিনিট দেখার জন্য *121*1*6#
গ্রামীণফোন সিমের এমএমএস দেখার জন্য *121*1*2#
গ্রামীণফোন সিমের ইন্টারনেট সেটিং দেখার জন্য *121*1#
গ্রামীণফোন সিমের মিসকল এলার্ট চালু করার জন্য TYPE START MCA SEND 6222
গ্রামীণফোন সিমের মিসকল এলার্ট বন্ধ করার জন্য TYPE STOP MCA SEND 6222
গ্রামীণফোন সিমের মিনিট ক্রয় করার জন্য *121*4#
গ্রামীণফোন সিমের এমবি অর্থাৎ ডাটা কেনার জন্য *121*3#
গ্রামীণফোন সিমের ডিলিট FNF জানার জন্য *121*1*5*3#
গ্রামীণফোন সিমের এড FNF জানার জন্য *121*1*5*1#
গ্রামীণফোন সিমে রিকোয়েস্ট কল দেয়ার জন্য *123*YOUR NUMBER#
গ্রামীণফোন সিমের FNF পরিবর্তন করার জন্য *121*1*5*5#
গ্রামীণফোন সিমের ডিলিট SUPER FNF জানার জন্য *121*1*5*3#
গ্রামীণফোন সিমের কাস্টমার কেয়ার 121

রবি সিমের প্রয়োজনীয় কোড তালিকা

রবি হচ্ছে বাংলাদেশের মোট পাঁচটি সিম অপারেটরের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর কোম্পানি। আর এই কোম্পানিটি বর্তমানে বাংলাদেশের প্রায় ৫ কোটি ৯০ লক্ষ গ্রাহক সেবা প্রদান করে যাচ্ছে। এতে করে বোঝা যায় রবি সিমের গ্রাহকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর সেবা মানুষকে আকর্ষণীয় করে তুলেছে। শুধুমাত্র কবিতার আপন মনের বিভিন্ন অফারের মাধ্যমে গ্রাহকের মন জয় করে উড়ছে অল্প সময়ের মধ্যে।

তাছাড়া রবির অফার গুলো গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের ফলে নতুন নতুন রবি গ্রাহক যুক্ত হচ্ছে। যারা নিয়মিত গ্রাহক তারা তাদের প্রয়োজনীয় রবি সিমের কোড সমূহ সহজেই মনে রাখতে পারেন কিন্তু যারা রয়েছেন তারা অনেকে প্রয়োজনীয় কোড সমূহ সম্পর্কে অবগত নন। তাদের উদ্দেশ্যে এবং আপনারা যারা রবি সিমের প্রয়োজনীয় কোড জানতে চান তাদের জন্য আমরা নিম্নে রবি সিমের প্রয়োজনীয় কোড তালিকা একটি টেবিলের মাধ্যমে উপস্থাপন করছি-

বিবরণ রবি সিমের কোড নম্বর
রবি সিমের নিজ নম্বর জানার জন্য *2#
রবি সিমের ব্যালেন্স জানার জন্য *222#
রবি সিমের এমবি অর্থাৎ ডাটা বা ইন্টারনেট দেখার জন্য *8444*88#
রবি সিমের এসএমএস জানার জন্য *222*11#
রবি সিমের মিনিট দেখার জন্য *222*3#
রবি সিমের ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার জন্য *140*14#
রবি সিমের এসএমএস দেখার জন্য *222*13#
রবি সিমের ইন্টারনেট সেটিং জানার জন্য *140*7#
রবি সিমের মিসকল এলার্ট চালু করার জন্য অর্থাৎ মিসকল এলার্ট অন করার জন্য Type ON and Send 8072
রবি সিমের মিসকল এলার্ট বন্ধ করার জন্য অর্থাৎ মিসকল এলার্ট অফ করার জন্য Type OFF and Send 8072

এয়ারটেল সিমের প্রয়োজনীয় কোড তালিকা

বাংলাদেশের মোবাইল অপারেটরগুলোর মধ্যে রবি এবং এয়ারটেল যৌথভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের এয়ারটেল মোবাইল অপারেটর কোম্পানি প্রথমে ওয়ারিদ নামে পরিচিত ছিল। কিন্তু পরবর্তী সময়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিবর্তন করে অর্থাৎ ওয়ারিদ নামের কোম্পানিটি রবি কোম্পানির কাছে তাদের সমস্ত ব্যবসার পরিধি বিক্রি করে দেন।

এরপর থেকে ওয়ারীদ কোম্পানিটি এয়ারটেল নামে নতুনভাবে পরিচিত হয় এবং রবির সাথে যুক্ত হয়ে বর্তমানে এয়ারটেল এবং রবির গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রবি এবং এয়ারটেল এক সাথে যৌথভাবে কাজ করলেও রবি তাদের গ্রাহকদের জন্য আলাদা কোড ব্যাবহার করার ব্যবস্থা রেখেছেন ঠিক তেমনি এয়ারটেল তাদের নিজস্ব কোন ব্যবস্থা রেখেছেন। তাই আপনারা যারা এয়ারটেল সিম ব্যবহার করেন তারা আমাদের দেয়া নিম্নে এয়ারটেল সিমের প্রয়োজনীয় কোড তালিকা দেখে আপনাদের প্রয়োজনীয় কোড সমূহ জেনে নিতে পারেন।

বিবরণ এয়ারটেলসিমের কোড নম্বর
এয়ারটেল সিমের নিজ নম্বর জানার জন্য *2#
এয়ারটেল সিমের ব্যালেন্স জানার জন্য *778#
এয়ারটেল সিমের এমবি অর্থাৎ ডাটা বা ইন্টারনেট দেখার জন্য *778*39# or *778*4#
এয়ারটেল সিমের এসএমএস জানার জন্য *778*2#
এয়ারটেল সিমের মিনিট দেখার জন্য *778*5# or *778*8#
এয়ারটেল সিমের ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার জন্য *121*8#
এয়ারটেল সিমের এসএমএস দেখার জন্য *222*13#
এয়ারটেল সিমের ইন্টারনেট সেটিং জানার জন্য *140*7#
এয়ারটেল সিমের মিসকল এলার্ট চালু করার জন্য অর্থাৎ মিসকল এলার্ট অন করার জন্য *121*2*4#
এয়ারটেল সিমের মিসকল এলার্ট বন্ধ করার জন্য অর্থাৎ মিসকল এলার্ট অফ করার জন্য *121*3*4#
এয়ারটেল সিমের রিকোয়েস্ট কল করার জন্য *121*5#
এয়ারটেল সিমের হেল্প লাইনের ফোন দেওয়ার জন্য 121

বাংলালিংক সিমের প্রয়োজনীয় কোড তালিকা

বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি গুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বাংলালিংক। বর্তমানে অপারেটরের গ্রাহক সংখ্যা প্রায় ৪ পথিক। কিন্তু এর সেবা এমন হচ্ছে যে যা দিন দিন এর গ্রাহক বৃদ্ধি পাচ্ছে। এই অপারেটর অন্যতম হওয়ার মূল কারণ হচ্ছে এই অপারেটর বাংলাদেশ দ্রুতগতির ইন্টারনেট সেবা দিয়ে থাকে। তাই সকল ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে বাংলালিংক মোবাইল অপারেটর কোম্পানি জনপ্রিয় হয়ে উঠেছে।

আপনারা যারা নতুন অথবা পুরোনো গ্রাহক রয়েছেন তারা বিভিন্ন সময়ে বাংলালিং সিমের প্রয়োজনীয় কোড জানতে চান। তাই আজ আমরা আপনাদের জন্য বাংলালিংক সিমের প্রয়োজনীয় কোড তালিকা নিয়ে হাজির হয়েছি।

বিবরণ   বাংলালিংক কোড নম্বর
  বাংলালিংক সিমের নিজ নম্বর জানার জন্য *511#
বাংলালিংক সিমের ব্যালেন্স জানার জন্য *124#
বাংলালিংক সিমের এমবি অর্থাৎ ডাটা বা ইন্টারনেট দেখার জন্য *124*5#
বাংলালিংক সিমের এসএমএস জানার জন্য *124*3#
বাংলালিংক সিমের মিনিট দেখার জন্য *124*2#
বাংলালিংক সিমের ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার জন্য *125#
বাংলালিংক সিমের এসএমএস দেখার জন্য *124*2#
বাংলালিংক সিমের ইন্টারনেট সেটিং জানার জন্য Type All sent 3343
বাংলালিংক সিমের মিসকল এলার্ট চালু করার জন্য অর্থাৎ মিসকল এলার্ট অন করার জন্য Type Start Send 622
বাংলালিংক সিমের মিসকল এলার্ট বন্ধ করার জন্য অর্থাৎ মিসকল এলার্ট অফ করার জন্য Type Stop Send 622

টেলিটক সিমের প্রয়োজনীয় কোড তালিকা

বাংলাদেশের সকল অপারেটরের মধ্যে একমাত্র টেলিটক অপারেটর হচ্ছে বাংলাদেশের সরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি। শুধুমাত্র কম্পানি বাংলাদেশের সরকার দ্বারা চালিত হয়। তবে অন্যান্য সকল মোবাইলফোন অপারেটরের তুলনায় টেলিটক অপারেটরের গ্রাহক সংখ্যা তুলনামূলক অনেক কম। কিন্তু সরকারি কাজে ব্যবহার হয় এবং বর্তমানে এই সিমের প্রচলন বৃদ্ধি পাচ্ছে। এইজন্যই টেলিটক সিম সকল অপারেটররা নিজেদের কাছে রাখার চেষ্টা করে থাকেন।

২০২১ সালে বাংলাদেশের ট্রাক্টর যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ঘোষণা করে দেয় যে দ্রুত টেলিটক সিম ফোরজি নেটওয়ার্ক জানু করা হবে। এবং এই ব্যবস্থা যখন বাস্তবে রূপান্তর করে তখন থেকে টেলিটক সিমের অপারেটর এর গ্রাহক সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া টেলিটক সিম তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার প্রদান করে থাকে। এ সকল অফার গুলো জানার জন্য আমাদের সকলের প্রয়োজন হয়নি টেলিটক সিমের প্রয়োজনীয় কোড। তাই আমরা নিম্মে টেলিটক সিমের প্রয়োজনীয় কোড তালিকা তুলে ধরছি যাতে করে আপনারা সহজেই এই কোড গুলো সম্পর্কে জানতে পারেন।

বিবরণ টেলিটক কোড নম্বর
  টেলিটক সিমের নিজ নম্বর জানার জন্য Type Tar Send 222
টেলিটক সিমের ব্যালেন্স জানার জন্য *152#
টেলিটক সিমের এমবি অর্থাৎ ডাটা বা ইন্টারনেট দেখার জন্য *152#
টেলিটক সিমের এসএমএস জানার জন্য *152#
টেলিটক সিমের মিনিট দেখার জন্য *152#
টেলিটক সিমের ইন্টারনেট এবং মিনিট প্যাকেজ দেখার জন্য *152#
টেলিটক সিমের এসএমএস দেখার জন্য *152#
টেলিটক সিমের ইন্টারনেট সেটিং জানার জন্য Type Set Send 738
টেলিটক সিমের মিসকল এলার্ট চালু করার জন্য অর্থাৎ মিসকল এলার্ট অন করার জন্য Type Reg Send 2455
টেলিটক সিমের মিসকল এলার্ট বন্ধ করার জন্য অর্থাৎ মিসকল এলার্ট অফ করার জন্য Type Can Send 2455
টেলিটক সিমের রিকোয়েস্ট কল করার জন্য *152#
টেলিটক সিমের হেল্প লাইনের ফোন দেওয়ার জন্য 121

আমাদের সকলেরই যোগাযোগ রক্ষার জন্য মোবাইল অপারেটর কোম্পানির সিম ব্যবহার করতে হয়। আমরা এক একজন এক এক মোবাইল অপারেটর কোম্পানি সিম ব্যবহার করে থাকলেও আমাদের সকল সিমের প্রয়োজনীয় কোড নাম্বার ২০২২ জানার প্রয়োজন হয়ে থাকে। আশা করছি আমরা ইতিমধ্যে আপনাদেরকে মোবাইল অপারেটরের সকল সিমের প্রয়োজনীয় কোড নাম্বার জানতে পেরেছি। আপনারা যদি আমাদের পক্ষ হতে মোবাইল অপারেটর সম্পর্কে অথবা সিমের কোড নম্বর সম্পর্কে অন্যান্য তথ্য জানতে চান তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button