টিপস

দুবাই আজকের গোল্ড রেট কত? প্রতি ভরি সোনার দাম কত

আজকে আমি আপনাদের জানিয়ে দেবো আজকের দুবাইয়ের গোল্ড রেট কত? দুবাইয়ের সোনা হচ্ছে পৃথিবী বিখ্যাত। তাই দুবাইয়ের সোনার দাম নিয়ে সকলের মধ্যে উৎকণ্ঠা এবং উদ্বেগ কাজ করে এবং যারা নিয়মিত সোনা ক্রয়-বিক্রয় করে থাকেন তাদের ক্ষেত্রে অবশ্যই প্রতিদিনের সোনার বাজার এর দাম সম্পর্কে জানতে হয়। তাই দুবাইয়ের আজকের সোনার দাম কত? প্রতি ভরি ২০২২  অনুসারে দুবাইয়ের স্বর্ণের দাম কেমন হতে পারে তার সম্পর্কে আপনাদেরকে জানাবো।

আপনারা যদি আমাদের সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই আর্টিকেল থেকে দুবাইয়ের আজকের সোনার দাম কত? জেনে নিতে পারবেন এবং সেইসাথে দুবাইয়ের সোনার মূল্য কেমন হয়ে থাকে সেই সম্পর্কেও জেনে নিতে পারবেন। পৃথিবীতে সকল মানুষ সোনার অলংকার ব্যবহার করে থাকেন এবং এমন অনেক মানুষ আছেন যারা সোনা ক্রয় করে সম্পদ হিসেবে রেখে দেন। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের মূল আলোচনা।

দুবাই আজকের গোল্ড রেট কত?

পৃথিবী বিখ্যাত দুবাইয়ের সোনার সম্পর্কে জানার জন্য এবং দুবাইয়ের বাজারের ওপর বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন বাজারে সোনার বাজার নির্ভর করে বলে আজকের সোনার দাম কত তা জানা আবশ্যক হয়ে পড়ে। আর এই জন্য আমরা দুবাইয়ের আজকের সোনার দাম কত? জানাবো যাতে করে আপনারা দুবাইয়ের সোনার বাজার এর ওপর সামঞ্জস্য রেখে বাংলাদেশের সোনার বাজার এর তুলনা করতে পারেন এবং সোনার বাজারের অবস্থা জানতে পারেন। আমরা এখানে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম দিয়ে সোনার দাম দেখাবো। বর্তমানে বাংলাদেশের এক দিরহাম সমান ২৫.৭০ টাকা।

সোনার বাজারে সোনার দাম যেহেতু সব সময় উঠানামা করে থাকে সেহেতু প্রতিদিন সোনার বাজার এর দাম আপডেট করতে হয়। তাছাড়া যে সকল  ব্যবসায়ীরা রয়েছেন যারা সোনার ব্যবসা করে থাকেন এবং যারা প্রতিনিয়ত বিক্রয় করে থাকেন তাদের জন্য অবশ্য এপ্রতিদিনের সোনার দাম জানার প্রয়োজন হয়।

দুবাই সোনার দাম
২৪ ক্যারেট প্রতি গ্রামের দাম ২১৯.৯৩ দিরহাম
২২ ক্যারেট প্রতি গ্রামের দাম ২০১.৬৮ দিরহাম
২১ ক্যারেট প্রতি গ্রামের দাম ১৯২.৪৪ দিরহাম
১৮ ক্যারেট প্রতি গ্রামের দাম ১৬৪.৯৫ দিরহাম

দুবাইয়ের সোনার মূল্য

দুবাইয়ের সোনার মূল্য কত? এবং প্রতি ক্যাডেট অনুসারে দুবাইয়ের দিরহাম রেট কত হতে পারে তার একটি তালিকা নিম্নে দেয়া হল-

Qty 22K Gold Rate 18K Gold Rate 24K Gold Rate
10g AED 1,995.00 AED 1,632.50 AED 2,122.50
8g AED 1,596.00 AED 1,306.00 AED 1,698.00
4g AED 798.00 AED 653.00 AED 849.00
2g AED 399.00 AED 326.50 AED 424.50
1g AED 199.50 AED 163.25 AED 212.25

দুবাই ১ ভরি সোনার দাম কত ২০২২

বর্তমান সময়ে আন্তর্জাতিক বাজারের মূল্য অনেক বেশি। আর এর প্রভাব সোনার বাজারে পড়বে এটাই স্বাভাবিক। তাই পৃথিবীর অন্যান্য দেশের সোনার বাজার এর মত দুবাইয়ের স্বর্ণের বাজারের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। বাংলাদেশ এবং ভারতের স্বর্ণ আমরা যা দেখে থাকি তার বেশিরভাগ অংশ আসে দুবাই থেকে আর দুবাইয়ের সোফার ওপর ভারত এবং বাংলাদেশের নাগরিকদের অনেক চাহিদা রয়েছে। বাংলাদেশের মুদ্রা অনুসারে দুবাইয়ের এক ভরি সোনার দাম কত হয় তা আপনারা অনেকেই জানতে চান।

দুবাই সোনার দাম
২৪ ক্যারেট প্রতি ভরির দাম ২৫৬৪.৩৮ দিরহাম
২২ ক্যারেট প্রতি ভরির দাম ২৩৫১.৫৮ দিরহাম
২১ ক্যারেট প্রতি ভরির দাম ২২৪৩.৮৫ দিরহাম
১৮ ক্যারেট প্রতি ভরির দাম ১৯২৩.৩১ দিরহাম

এর জন্য আমরা আপনাদেরকে জানাতে এসেছি বাংলাদেশের মুদ্রা অনুসারে দুবাইয়ের এক ভরি সোনার দাম কত হতে পারে। বর্তমান বাজারমূল্য অনুসারে দুবাইয়ের এক ভরি সোনার দাম হচ্ছে ৬২,৭০০ টাকা থেকে ৭৩,৫০০  টাকা। যদিওবা সোনার দাম নির্ধারণ করা হয় প্রতি ক্যারেট এর উপর নির্ভর করে। আপনাদেরকে আনুমানিক দুবাইয়ের এক ভরি স্বর্ণের দাম কত হতে পারে তা জানিয়েছি তবে প্রতিদিন যে হারে বাজারমূল্য ঊর্ধ্বগতি নিম্নগতি হচ্ছে বলে এই মূল্য পরিবর্তনশীল।

প্রশ্ন ও উত্তর

১. প্রশ্নঃ কত গ্রামে ১ ভরি হয়?

উত্তরঃ ১১.৬৬৪ গ্রামে

২. আজকে দুবাই গোল্ড রেট কত?

আজকে দুবাই গোল্ড রেট 22 ক্যারেট 195.00 দিরহাম এবং 24 ক্যারেট 207.50 দিরহাম ও 18 ক্যারেট 159.50 দিরহাম সোনার রেট।

৩. কত ক্যারেট সোনা দিয়ে গহনা সোনা তৈরি করা সব থেকে ভালো?

22 ক্যারেট সোনা দিয়ে সবথেকে খাঁটি এবং বিশুদ্ধ গহনা সোনার তৈরি করা হয়।

4. খাঁটি সোনা কত ক্যারেট এর হয়?

বন্ধুরা খাঁটি সোনা সব সময় 24 ক্যারেটের হয়ে থাকে কিন্তু 24 ক্যারেট সোনা দিয়ে গহনা সোনা তৈরি করা যায় না।

আপনারা যারা দুবাইয়ের আজকের সোনার দাম কত? প্রতি ভরি ২০২২ জানতে চেয়েছেন তারা আশা করছে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে জানতে পেরেছেন। আমরা আপনাদেরকে দুবাইয়ের স্বর্ণের মূল্য জানিয়েছি এবং সেইসাথে বাংলাদেশের মুদ্রার মূল্য কত টাকা হতে পারে তা আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়েছি। তবে আপনারা যদি সোনার দাম সংঘটিত অন্যান্য তথ্য জানতে চান তাহলে আপনার আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button